বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বান্ধব পরিস্থিতি কাজে লাগিয়ে আরও বেশি বিনিয়োগ বাড়াতে সুইডেন ও স্পেনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে দেশ দুটির রাষ্ট্রদূতরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশের হাই-টেক শিল্পে বিনিয়োগের জন্য স্পেনের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিস্থিতি তৈরি হয়েছে।
স্প্যানিশ দূত প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশের রেলওয়ে ও অবকাঠামো নির্মাণখাতে সহায়তা দিতে চায় দেশটি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি-অ্যাসিস বেনিতেজ সালাজ। করোনা মহামারিতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের রপ্তানি আদেশ বাতিল না করায়, সুইডেন সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই-কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী।