চোখ জুড়ানো সৌন্দর্য। প্রকৃতি দিয়েছে দু’হাত ভরে। কিন্তু করোনার কারণে তা দেখার কেউ নেই। ঘন তুষারে ঢাকা ইতালির পাহাড়ি জনপদ। আছে ছুটি কাটানোর সব রকম আধুনিক সুযোগ-সুবিধা। কিন্তু এ বছর, ইতিহাসের সবচেয়ে ভিন্ন পরিস্থিতি।
এ যেন স্বর্গের প্রতিচ্ছবি। এক নজর দেখলে তাই মনে হয়, জুড়িয়ে যায় চোখ। পাহাড়ের গায়ে আষ্টেপৃষ্টে আছে শেতশুভ্র বরফ। মাঝে মাঝে উঁকি দেয় সবুজ। অপার এ সৌন্দর্যের মধ্যেই এক একটি বাংলো।
অতিথিশালাগুলোতে সব রকম সুযোগই রয়েছে অবসর কাটানোর। কিন্তু করোনা মহামারি থমকে দিয়েছে সব!
ইতালির উত্তরাঞ্চলীয় পালো ডেল এলাকা শীত মৌসুমে পর্যটকে মুখর থাকতো। কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন। 'স্কি লিফট' বা 'ক্যাবল কারে' ঘুরে বেড়ানোর মানুষ নেই।
ইতালির ব্যবসায়ী মিশেল বার্টনিলি বলেন, আমাদের এখানে সব কিছুই আছে। আপনি এসে থাকতে পারবেন, স্কি লিফট বা ক্যাবল কারে চড়তে পারবেন। কিন্তু একটি ভাইরাস সব কিছু এলোমেলো করে দিয়েছে। এ বছর টিকে থাকতে হলে পর্যটক খুব-ই জরুরি। কিন্তু সমন্বিত সিদ্ধান্তের কারণে ইউরোপের কোনো দেশ থেকেই কেউ আসতে পারছেন না।
দেশটির রিসোর্ট মালিক সমিতির সভাপতি জিয়ান্নি বাত্তাইওলা জানান, শীতকালে আমাদের মোট আয়ের ৬০ শতাংশই উঠে আসে। কিন্তু বড়দিন আর নতুন বছরকে ঘিরে এবার পুরোই মন্দা।
এ অবস্থায় বড়দিনে খুলবে ভাগ্য এমনটাই আশা সংশ্লিষ্টদের। কম করে হলেও পর্যটকের পা পড়বে এই অপরূপ লীলাভূমিতে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের।