সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে গেলেন টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. জহুরুল হক।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিটিআরসি কার্যালয়ে এক অনুষ্ঠানে তাকে বিদায় সংবর্ধনা দেন বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা।
যদিও তার চাকরির মেয়াদ শুক্রবার (৪ ডিসেম্বর) পর্যন্ত রয়েছে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় একদিন আগেই বৃহস্পতিবার তাকে বিদায় জানানো হয়।
২০১৯ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মো. জহুরুল হক।
এর আগে জহুরুল হক ২০১৫ সালের ৩০ আগস্ট বিটিআরসির কমিশনার হিসেবে যোগ দেন। ২০১৮ সালের ১২ মে কমিশনের তৎকালীন চেয়ারম্যান শাহজাহান মাহমুদের মেয়াদ শেষ হলে জহুরুল হক কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।