কাতারে শেষ মুহূর্তের অনুশীলনে নিজেদের ভুলগুলো শুধরে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৪ ডিসেম্বর বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাই সামনে রেখে এদিন করোনা পরীক্ষা করা হয়েছে ফুটবলারদের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ায় ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী সাদ উদ্দিনরা। জেমি পৌঁছায় এদিন সবার মাঝেই ছিল উৎসবের আমেজ।
কাতারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এক মুহূর্ত বিশ্রামের সময় নেই জামাল ভূঁইয়াদের। পৌঁছে গেছেন হেড কোচ জেমি ডে। তবে, কোয়ারেন্টিনে থাকার কারণে শিষ্যদের সঙ্গে মাঠে আসতে পারেননি কোচ। জেমি আসায় অনুশীলনে এদিন ফুরফুরে মেজাজে ছিলেন ফুটবলাররা।
অনুশীলনে এদিন ফুটবল খেলেছেন জামাল ভূঁইয়ারা। ছোটখাটো ভুল শুধরে নিতে আপ্রাণ চেষ্টা ছিল ফুটবলারদের। কাতারের কন্ডিশনে মানিয়ে নেয়ায় আত্মবিশ্বাসও বেড়েছে ফুটবলারদের। প্রতিবেশী দেশ ভারত কাতারে এসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটিকে। সে স্মৃতি সাহস যোগাচ্ছে সাদ উদ্দিনদের।
জেমি আসায় ফুটবলারদের মাঝেও বেড়েছে আত্মবিশ্বাস। ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে হবে প্রাক বাছাইয়ের ম্যাচ।