দলীয় সিদ্ধান্ত ভেঙে গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী হওয়ায় গোলাম সরোয়ার প্রধান বিপ্লবকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদ থেকে অব্যাহতি ও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সাইফুল আলম সাকা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়।
সাকা জানান, গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ি পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর প্রধানকে কেন্দ্র থেকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বিপ্লব স্বতন্ত্র প্রার্থী হয়ে নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক তাকে দলীয় পদ থেকে অব্যাহতি ও সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান গাইবান্ধা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সাইফুল আলম সাকা।
এর আগে গেল ২৬ নভেম্বর পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বিদ্রোহী প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লবকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সিদ্ধান্তের অনুলিপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর পাঠায় উপজেলা আওয়ামী লীগ।