চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে জেমকন খুলনা। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল।
গত মঙ্গলবার স্টেডিয়ামে এসেই অনুশীলনে নেমে পড়েছিলেন সাবেক এই অধিনায়ক। গুঞ্জন উঠেছিল মাশরাফী খেলতে যাচ্ছেন এই টুর্নামেন্টে। তবে এ নিয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি বোর্ড। মাশরাফীর পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। অবশেষে অবসান ঘটতে যাচ্ছে মাশরাফীকে ঘিরে সব গুঞ্জনের। আনুষ্ঠানিকভাবে মাশরাফীকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে জেমকন খুলনা।
জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল বলেন, 'মাশরাফী এমন একজন খেলোয়াড় যাকে সবাই নিতে চাইবে। আমরাও আগ্রহ দেখিয়েছি। এখন বোর্ড থেকে জানতে হবে। এ ছাড়া তার ফিটনেসের ব্যাপারেও চূড়ান্ত আলোচনা করতে হবে।'
করোনা বিরতি কাটিয়ে ক্রিকেটাররা মাঠে ফিরলেও এখনও ২২ গজে ফেরা হয়নি ম্যাশের। সবশেষ জাতীয় দলের হয়ে তিনি খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এক ম্যাচ খেলেছিলেন মাশরাফী।