রাশিয়ায় করোনার সংক্রমণ নতুন করে বাড়তে থাকার মধ্যেই খুশির সংবাদ দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটেন করোনার ভ্যাকসিন অনুমোদন দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়া আগামী সপ্তাহে টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে। এরইমধ্যে, কর্মকর্তাদের প্রস্তুতি শুরু করতে নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার টিকার দাম পড়বে দশ ডলার।
বুধবার (০২ নভেম্বর) এক নির্দেশনায় দেশটিতে আগামী সপ্তাহ থেকে গণহারে করোনার টিকাদান শুরু করতে বলেন তিনি।
এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, আগামী কয়েকদিনের মধ্যেই স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের অন্তত ২০ লাখ ডোজ উৎপাদন করা হবে। শুরুতেই দেশটির স্বাস্থ্যকর্মী ও শিক্ষকদের এই টিকা দেয়া হবে। এছাড়াও দেশটির সব নাগরিক বিনামূল্যে এই ভ্যাকসিন পাবে বলেও উল্লেখ করা হয়।
আরও পড়ুন: বিশ্বের প্রথম দেশ হিসেবে ভ্যাকসিন প্রয়োগ শুরু করছে ব্রিটেন
রাশিয়ার গ্যামেলিয়া ইন্সটিটিউটের উদ্ভাবিত স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের প্রতি ডোজে শুরুতে ৯২ শতাংশ কার্যকারিতার কথা বলা হয়। তবে, গেল সপ্তাহে এই ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করে রাশিয়া। মাত্র ১০ ডলারে টিকা পাওয়া যাবে বলে জানিয়েছে মস্কো।
রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ লাখের বেশি মানুষ। আর মারা গেছে ৪১ হাজারের বেশি।