চামানে পশতুনদের ওপর রাষ্ট্রীয় নৃশংসতার বিরুদ্ধে কোয়েটায় বেলুচিস্তান প্রাদেশিক পার্লামেন্টের সামনে বিক্ষোভ হয়েছে। পশতুন তাহাফুজ মুভমেন্ট (পিটিএম) সোমবার বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। খবর এএনআই।
পিটিএম নেতারা ঘটনার নিন্দা জানিয়ে বলেন, চামানে বেসামরিক নাগরিক হত্যার ঘটনা এটাই প্রথম নয়। কাশ্মীর নিয়ে মায়াকান্না দেখানো পাকিস্তান শাসকরা বালুচ ও পশতুনদের গুলির নিশানা হিসেবে ব্যবহার করেছে। পাকিস্তানি সেনারা বেলুচিস্তানের চামানে পাক-আফগান সীমান্তের কাছে দুই শিশুকে গুলি করে হত্যা করেছিল।
এ ঘটনার নিন্দা জানিয়ে মহসিন দাওয়ার এক টুইট বার্তায় বলেন, চামানে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর তীব্র নিন্দা জানাচ্ছি। নিরাপত্তা বাহিনী নিষ্ঠুরভাবে আমাদের লোকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
কোন আইনে সেনাদের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর অনুমতি দেয়া হচ্ছে তাও জানাতে চান তিনি। এসময়, মহসিন দাওয়ার পাকিস্তান সরকার প্রধানকে প্রশ্ন করে বলেন, যারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা করেছে তাদের বিচার করা হবে কিনা?
পশতুন ব্যবসায়ী ও কয়েকজন সীমান্ত কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের পর রোববার সেনা সদস্যরা চামান-স্পিন বোলডাক (আফগানিস্তান-পাকিস্তান) সীমান্ত গেট এলাকায় নিরস্ত্র পশতুনদের ওপর গুলি চালায়।