জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান মুজিববর্ষ পালন করছে বিশ্ব জুড়ে, এতে পিছিয়ে নেই কুয়েত প্রবাসীরা। মুজিববর্ষ পালনে কুয়েত প্রবাসীরাও আয়োজন করেছে মুজিববর্ষ বিজয় কাপ ক্রিকেট টুর্নামেন্ট।
বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত এর আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায়, খেলায় প্রবাসী বাংলাদেশিদের ২০টি ক্রিকেট দল অংশগ্রহণ করেছে, খেলার প্রথম রাউন্ড শেষ হয়েছে। দ্বিতীয় রাউন্ডে আটটি দল খেলবে।
এদিকে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন কুয়েতে নাগরিক ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।এমন আয়োজনে আনন্দিত খেলোয়াড়রা, তারা বলেন এই খেলায় অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে, প্রতি বছর এমন আয়োজনের অনুরোধ জানান।
১৮ ডিসেম্বর আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে মুজিববর্ষ বিজয় কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।