দোহায় কোভিড টেস্টে নেগেটিভ হলেই কাতার-বাংলাদেশ ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। জেমির ব্যাপারে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এ সময় বিশ্বকাপ বাছাইপর্বের এ ম্যাচটি কাভার করতে গণমাধ্যম কর্মীদের অনুমতির বিষয়ে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানান সোহাগ।
কাতারে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে দোহায় পৌঁছেছেন প্রধান কোচ জেমি ডে। যদিও টিম হোটেল ওঠার আগে, স্বাস্থ্যবিধির বাধ্যতামূলক নিয়ম গুলো মানতে হবে জেমির। সেখানে কোভিড টেস্টে নেগেটিভ হলেই কাতার-বাংলাদেশ ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন হেড কোচ।
এরই মধ্যে জেমির ব্যাপারে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান আবু নাঈম সোহাগ। জেমি দলের সাথে যোগ দিলে দলে তা ফুটবলারদের জন্য হবে বাড়তি অনুপ্রেরণা।
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, আমরা কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে, করোনা নেগেটিভ প্রমাণিত হলেই জেমি ম্যাচের দিন মাঠে থাকতে পারবেন। সে যোগ দিলে দলের ফুটবলাররাও অনুপ্রাণিত হবে।
কাতার-বাংলাদেশ ম্যাচ উপভোগ করার পাশাপাশি দেশের ফুটবল উন্নয়নে কাতারের সঙ্গে বেশক'টি বিষয়ে চুক্তির কথা ছিল বাফুফে কর্তাদের। কিন্তু বাফুফে সভাপতি করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত কাতার সফরে যাওয়া হচ্ছে না বাফুফে প্রতিনিধি দলের। যদিও পরবর্তীতে কাতার যাওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়েছেন সোহাগ।
সোহাগ বলেন, আমাদের প্রেসিডেন্ট সুস্থ হলেই আমরা একটি প্রতিনিধি দল পাঠাবো সেখানে। ওদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।
এদিকে, বিশ্বকাপ বাছাইপর্বের এ ম্যাচটি কাভার করতে কোন গণমাধ্যমকর্মীকে অনুমতি দেয়া হচ্ছে না। মঙ্গলবার কাতারের স্থানীয় এক সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশ হয়। এতে বিচলিত বাফুফে। তাইতো কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করছে বাফুফে।
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক বলেন, আমরা কাতারের সঙ্গে আলাপ করছি। তাদেরকে বিষয়টি জানিয়েছি। আশা করছি, বৃহস্পতিবারের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
দলগত পারফরম্যান্স উপহার দিয়ে কাতারের বিপক্ষে ইতিবাচক ফল বয়ে আনবে জামাল ভূঁইয়ারা। প্রত্যাশা বাফুফে সাধারণ সম্পাদকের।