কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে কাভার্ডভ্যানের চাপায় এক যুবকের নিহত হয়েছেন। বুধবার (০২ ডিসেম্বর) আনুমানিক বিকাল ৩টায় এ ঘটনা ঘটে। নিহত কাজী তৌফিক নরসিংদীর বেলাবো থানার সররাবাদ গ্রামের কাজী বাদল মিয়ার ছেলে।
পুলিশ পিছু ধাত্তয়া করে কাভার্ডভ্যানটি জব্দ করে এবং এর চালককে আটক করে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তৌফিক রাস্তা পার হত্তয়ার সময় ঢাকাগামী আমান ট্রান্সপোর্টের দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভৈরব উপজেলা কমপ্লেক্সের ডাঃ সামান্তা ইসলাম বলেন, ‘এক যুবককে আহত অবস্থায় পুলিশ নিয়ে এসেছিলেন আমাদের কাছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’
পরে ভৈরব থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে নারায়নপুর এলাকায় যাত্তয়ার পর তার মৃত্যু হয়।
ভৈরব থানার এসআই মুতিউজ্জামান বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি লোক আহত হয়ে মুমুর্ষ অবস্থায় পড়ে আছে। প্রথমে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে জন্য পাঠাই। পরে কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করি।
এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।