মুন্সিগঞ্জে শ্রীনগরে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে। বুধবার (২ ডিসেম্বর) প্রাপ্ত ২৬ জনের রিপোর্টে ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় সর্বমোট করোনা আক্রাক্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৫ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে এদিন করোনা থেকে সুস্থ হয়েছে ১৩ জন। এতে জেলায় করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৪৮ জন।
নতুন আক্রান্তদের মধ্যে সিরাজদিখানে ৩ জন ও শ্রীনগর উপজেলায় ৫ জন। আর সুস্থ হওয়া ১৩ জনের মধ্যে সদর উপজেলায় ৬ জন, সিরাজদিখান ৩ জন ও শ্রীনগর দুজন ও লৌহজংয়ে দুজন রয়েছেন।
উপজেলাভিত্তিক মোট সুস্থ হয়েছে সদর উপজেলায় এক হাজার ৮০৭ জন, টঙ্গীবাড়ি ২৭৫, সিরাজদিখান উপজেলায় ৬৪১ জন, লৌহজং-৪১২ জন, শ্রীনগর উপজেলায় ৩৫০ জন ও গজারিয়া উপজেলায় ৩৬৩ জন। আর এ পর্যন্ত জেলার ৬টি উপজেলার মধ্যে সদর উপজেলায় মোট আক্রান্ত ১ হাজার ৮৬০ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৩০০ জন, সিরাজদিখান উপজেলায় ৬৯৪ জন, লৌহজং-৪৩৪ জন, শ্রীনগর উপজেলায় ৩৯৮ জন ও গজারিয়া উপজেলায় ৩৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার ঢাকায় পরীক্ষার জন্য ১৫টি নমুনা পাঠানো হয়। আর এ পর্যন্ত জেলা থেকে সর্বমোট নমুনা পাঠানো হয়েছে হয়েছে ১৯ হাজার ৫১৭ জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৯ হাজার ১৩৯টি। আর জেলায় বর্তমানে কোয়ারেন্টাইনে আছে ৫৯৯ জন।