ব্রিটিশ সংগীতশিল্পী রিটা ওরার ৩০তম জন্মদিন ছিল ২৬ নভেম্বর। এবারের জন্মদিন ঘটা করে পালন করেছেন এ গায়িকা। লকডাউনের নিয়ম ভেঙে পার্টি করেছেন পশ্চিম লন্ডনের একটি পার্টি সেন্টারে। বিষয়টি প্রকাশ্যে আসায় বিপাকে পড়েছেন এ গায়িকা। এ নিয়ে তদন্ত করছে লন্ডন পুলিশ।
জন্মদিনের আনন্দে ডুবে ছিলেন বলে ভুলে গেছিলেন লকডাউনের কথা। পরে অবশ্য টনক নড়ে তার। তাই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন রিটা। লিখেছেন, ‘আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। লকডাউনের নিয়ম ভাঙা আমার একদম ঠিক হয়নি। আমি বুঝতে পেরেছি, এই আয়োজন মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এসব নিয়ে আসলেই কোনো অজুহাত চলে না। এই বাধ্যবাধকতার ভেতর জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা ছিল দায়িত্বজ্ঞানহীনতা। আমি পরে সেটা বুঝতে পেরেছি। এই ঘটনার দায় পুরোপুরি আমার।’
গণমাধ্যম সূত্রে জানা গেছে, রিটার জন্মদিনে প্রায় ৩০জন অতিথি অংশ নিয়েছিলেন। যদি গণমাধ্যমকে রিটা জানিয়েছেন, পার্টির পরিকল্পনা হঠাৎ করে এবং সীমিত আকারেই ছিল।
লকডাউনের নিয়ম ভাঙলে জরিমানার বিধান রয়েছে লন্ডনে। নিয়ম অনুযায়ী জরিমানার মুখে পড়তে পারেন এ গায়িকা। কিন্তু তদন্ত চলছে, তাই এখন পর্যন্ত জরিমানা গুনতে হয়নি তাকে।