গাজীপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবন্ধী ছেলের বিরুদ্ধে।
বুধবার (২ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
অভিযুক্ত মানসিক প্রতিবন্ধী দশম শ্রেণি ছাত্র ইয়াসীন আলীকে আটক করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমান হোসেন জানান, উঠানে কাজ করার সময় আচমকা দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে ছেলেটি। এতে হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন মা। হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। পরে এলাকাবাসী ঘাতক ছেলেকে আটকে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।