বাগেরহাটের কচুয়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে আমন ধান কাটা শুরু হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার মঘিয়া ইউনিয়নের বৈরাগীর হাটসংলগ্ন মাঠে দেবদাস মজুমদার নামের এক কৃষকের ধান কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
এ সময় বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সঞ্জয় দাস, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত দেবনাথ, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক আবদুল্লাহ আল মামুন, এ এইচ এম জাহাঙ্গীর আলম, কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহেরা নাজনীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. লাভলী খাতুন, মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পঙ্কজ অধিকারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে বৈরাগীর হাটে “শস্য কর্তন উৎসব-১৪২৭” এর উপলক্ষে কৃষকদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রান্তিক কৃষকরা তাদের সুবিধা-অসুবিধার বিভিন্ন বিষয় জানান।
কৃষকদের উদ্দেশে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে সবাইকে ভূমিকা নিতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। যে জমিতে যে ফসল ফলানো যায়, তাই ফলাতে হবে। এ মৌসুমে ধানের ফলন যেমন ভালো হয়েছে, দামও ভালো পাচ্ছেন কৃষকরা। আপনারা চাষাবাদ বৃদ্ধি করুণ, স্বাবলম্বী হন। সরকার আপনাদের সহযোগিতা করবেন। করোনা পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করেন তিনি।