হলিউডের জেমস বন্ড সিরিজের গোল্ডেন আই সিনেমায় বিশেষভাবে (ব্যাকড্রপ) দেখা গিয়েছিল একটি সুবিশাল রেডিও টেলিস্কোপটি। শেষ মূহুর্তে অগ্নিকাণ্ডে লণ্ডভণ্ড হয়ে যেতে দেখা যায়। তবে সেটা তো সিনেমায়। এবার বাস্তবে ভেঙ্গে পড়েছে গোল্ডেন আই খ্যাত আইকনিক টেলিস্কোপটি।
মঙ্গলবার (১ ডিসেম্বর) ভেঙ্গে পড়ে পুয়ের্তো রিকোর আরেসিবো অবজারভেটরির এই স্থাপনাটি। যা মহাকাশ গবেষণায় ৫৭ বছর ধরে জ্যোতির্বিদদের সাহায্য করে আসছিল।
৯শ টন যন্ত্রপাতি নিয়ে বৃহৎ আকৃতির এই রেডিও টেলিস্কোপটি ৪৫০ ফুট উপর থেকে রিফ্লেকটর ডিশের ওপর পড়ে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফ)।
সংস্থাটি জানিয়েছে, গতকাল বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫ মিনিটে টেলিস্কোপ ভেঙ্গে পড়ার ঘটনায় তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে, তিনটি টাওয়ারের ওপরের অংশ ভেঙ্গে পড়ে সঙ্গে টেলিস্কোপে যুক্ত তারও পড়ে গেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের আগস্ট মাসেই ছিঁড়ে যায় দুটি তার। যার প্রেক্ষিতে অবজারভেটরি বন্ধ করে দেয় সংস্থাটির কর্মকর্তারা। গত মাসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে কর্মকর্তারা বলেছিলেন ভেঙ্গে পড়ার ঝুঁকির কথা। ঠিক করার কোন উপায় না থাকায় অবশেষে ভেঙ্গে পড়লো ষাট দশকের শুরুতে নির্মিত স্থাপনাটি।
ভেঙ্গে পড়া রেডিও টিলিস্কোপটির বাকি অংশ ভেঙ্গে ফেলা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন।