বিধানসভা নির্বাচন সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপি নেতা-নেত্রীদের মধ্যে শুরু হয়েছে তুমুল বাকযুদ্ধ। সেইসঙ্গে রাজ্যেটিতে চলছে দলবদল। অন্যদিকে শেষ সময়ে এসে ভোটারদের মন জয় করতে উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছে ক্ষমতাসীন তৃণমূল।
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির মধ্যে ততই তীব্র হচ্ছে বাকযুদ্ধ। কথার বাক্যে একে অপরকে তুলোধুনো করতে ব্যস্ত উভয়পক্ষের নেতারা।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যয় বলেন, আপনাদের বুকে সাহস থাকলে অভিষেক ব্যানার্জির নাম নিয়ে দেখান। আমি তো নাম নিয়েই বলছি, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ গুণ্ডা, মাফিয়া ও অমিত শাহ বহিরাগত।
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যয় একজন ডাকাত, চোর, মাফিয়া।
কথার যুদ্ধ ছাড়াও রাজ্যটিতে চলছে বিরোধী নেতা-কর্মীদের নিজ দলে ভেড়ানোর প্রতিযোগিতা। তবে তুলনামূলকভাবে তৃণমূল নেতারাই বিজেপিতে যোগ দিচ্ছেন বেশি। আর এতে কিছুটা হলেও ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস।
রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার বলেন, ডিসেম্বর মাসে রাজনীতি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ আরও অনেক বিধায়ক ছাড়বেন। তারপর যে সমীকরণ তৈরি হবে, সেই সমীকরণ শাসক দলের পক্ষে খুবই ইতিবাচক।
এদিকে পরপর দুই দফায় সরকারে থাকা তৃণমূল কংগ্রেস ভোটের আগ মুহূর্তে রাজ্যবাসীকে বিনামূল্যে স্বাস্থ্য বীমাসহ সরকারি সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। ভোটারদের মন জয় করতেই এমন উদ্যোগ বলে মত বিশ্লেষকদের।