চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি সবজির হাট পালবাজার এখন বেশ সরগরম। দেশের নানা প্রান্ত এবং জেলার উৎপাদিত নানা জাতের সবজি মিলছে বাজারে। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দামও কমে গেছে।
প্রতিদিন ভোরেই নানা জাতের সবজি উঠছে চাঁদপুরের পাইকারি বাজারে। সিম, বাধাকপিসহ অন্যান্য শীতকালীন এসব সবজির সঙ্গে এখন যোগ হয়েছে নতুন আলু ও গাজর। দেশের বিভিন্ন স্থান এবং জেলার কৃষকের উৎপাদিত বিষমুক্ত ও তরতাজা সবজি পেয়ে খুশি ক্রেতারা।
সরবরাহ বাড়ায় দামও কমে গেছে। অন্যদিকে পর্যাপ্ত সরবরাহ হওয়ায় এসব সবজির চালান নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা।
এক ব্যবসায়ী বলেন, কাঁচামাল প্রচুর আমদানি হচ্ছে। ফলে সবজির দামও কমছে।
প্রতিদিন ভোর সাতটা থেকে বেলা বারোটা এবং বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পাইকারি এই বাজারে বেচাকেনা চলে।