উড়তে থাকা বায়ার্ন মিউনিখকে হোঁচট দিলো স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের লস ব্লাঙ্কোদের সাথে ১-১ গোলের সমতায় শেষ করেছে ম্যাচ।
রিয়ালের হতাশার দিনে শহরের আরেক ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সাথে। যদিও শুরুতে এগিয়ে গিয়ে ছিল স্প্যানিশ ক্লাবটি।
স্তাদিও ওয়ান্ড মেট্রোপলিটানোতে শুরু থেকে বায়ার্ন মিউনিখকে চেপে ধরে স্প্যানিশ ক্লাবটি। এরপর প্রথমার্ধটা এক রকম শাসনই করে গেছে লস ব্লাঙ্কোসরা। ১০টি শটের ৩টি ছিল গোল মুখে। যেখান থেকে গোলও আদায় করে নিয়েছে দিয়াগো সিমিওনে শিষ্যরা।
তবে প্রথমার্ধে স্প্যানিশদের রক্ষণে দুইবার আক্রমণে গিয়েছে বায়ার্ন মিউনিখ। কিন্তু কাঙ্ক্ষিত গোল আদায় করতে ব্যর্থ হয়েছে জার্মানরা।
২৬ মিনিটে কাজের কাজ করে অ্যাতলেটিকো ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। লরেন্তের অ্যাসিস্টে দলকে লিড এনে দেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
৩৫ মিনিটে আরো একবার এগিয়ে যাওয়ার সুযোগ এসে ছিল লস ব্লাঙ্কোসদের। তবে এ পর্যায়ে গোলরক্ষক লোবে ত্রাণ কর্তা হয়ে রক্ষা করেন দলকে। প্রথমার্ধের বাকি সময়টায় আর কোন সুযোগ তৈরি করতে পারেনি কোন দল।
দ্বিতীয়ার্ধটা কাটে দুই দলের আক্রমণ আর পাল্টা আক্রমণে। বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচে ফেরার চেষ্টা করে আপ্রাণ। শেষ পর্যন্ত সুযোগটা আসে পেনাল্টির সুবাদে। ৮৬ মিনিটে মুলার গোল করে দলকে সমতায় ফেরান। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দু'দল।
প্রথম চার ম্যাচ জিতেই আগেই শেষ ষোলোতে পা রেখেছে তারা। তবে সমান ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে ঝুলে রয়েছে অ্যাতলেটিকোর ভাগ্য।