দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন কমতে শুরু করেছে তাপমাত্রা। দিনের বেলা গরম থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত থাকছে শীত। এ কারণে শ্রমজীবী লোকজন ঘর থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছেন না। ফলে তারা পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন।
শীতের হাত থেকে বাঁচার জন্য রাস্তার পাশে খর-কুটো জ্বালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্টা করছেন। শীতার্ত লোকজন দ্রুত সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন। এদিকে সকালে রোদ উঠলেও শীতের তীব্রতা রয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, পঞ্চগড়ে দিন দিন তাপমাত্রা কমতে শুরু করেছে। বুধবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ ডিগ্রী সেলসিয়াস।