বরিশাল কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত ৮টায় শের-ই বাংলা মেডিকেলের প্রিজন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কাঞ্চন পাটোয়ারী নামের ৮১ বছরের ওই কয়েদির মৃত্যু হয়।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিক জানান, গত ১৭ নভেম্বর কাঞ্চন পাটোয়ারীকে ভোলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১৫ নভেম্বর ভোলার আদালত একটি হত্যা মামলায় কাঞ্চন পাটোয়ারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বরিশাল কারাগারে আনার পর থেকেই কাঞ্চন পাটোয়ারী শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
তিনি আরও জানান, অসুস্থ অবস্থায় গত শনিবার তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাঞ্চন পাটোয়ারীর মৃত্যু হয়।