ছোট পর্দা থেকে যাত্রা শুরু করে বড় পর্দা হয়ে ওয়েব সিরিজেও নিজের দক্ষতাতেই জনপ্রিয় কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম আলোচনা হয় না। কোনো কিছু শেয়ার করলেই তাতে কমেন্ট আর লাইকে ভরপুর হয়ে যায়। কিন্তু হঠাৎ এমন কি হলো যে তিনি নিজের মৃত্যু, শেষ ইচ্ছে নিয়ে মুখ খুললেন।
টুইটারে দুটি ছবি শেয়ার করেছেন স্বস্তিকা। একটি ছবিতে আল্পনায় লেখা ‘মোহমায়া’। আর একটিতে রুপার ভারী চুটকি পরা আলতায় রাঙা তার পা।
বিস্ফোরণ তারপরেই! তিনি লিখেন, ‘আর কিছু হোক না হোক, আমি মরে গেলে তোমরা জমিয়ে আমার রেট্রোস্পেকটিভটা করে দিও..!’
ক্যাপশনের এই লেখা দেখেই আক্কেলগুড়ুম নেটিজেনদের। এ কী লিখছেন স্বস্তিকা? অভিনেত্রী এরপরেই ট্যাগ করেছেন ‘হইচই’-এর কর্ণধার মহেন্দ্র সোনিকে, ‘ভ্যারাইটি গ্যালারি। অন্য কারওর এতটা হবে না মনে হয়।’
‘হইচই’ ওটিটি প্ল্যাটফর্মে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘মোহমায়া’ সিরিজে দেখা যাবে তাকে। নতুন সিরিজে আরও এক নারী-কাহিনি। এবং আবারও সেই চরিত্রে তিনি।
এরআগে সোমবার আরও একটি টুইট শেয়ার করেন তিনি। সেখানে যে সব আপনজন তাকে ছেড়ে চলে গিয়েছেন তাদের নামের তালিকা দিয়েছেন। আর বলেছেন, মা-বাবা ছাড়া আরও যারা তাকে ছেড়ে চলে গিয়েছেন, তাদের ফোন নম্বর আজও মুছতে পারেননি মুঠোফোন থেকে। রিং করলে যদিও শুনতে পান, এই নম্বরের কোনও অস্তিত্ব নেই।