হাতিটির নাম কাভান। পাকিস্তানের এক চিড়িয়াখানার দুঃসহ জীবন থেকে উদ্ধার করে অতিমাত্রায় স্থূলকায় সেই হাতিকে নেওয়া হয়েছে কম্বোডিয়ায়। এ সেই হাতি, যেটি পৃথিবীর নিঃসঙ্গতম হাতি হিসেবে বিশ্বে পরিচিত পেয়েছে।
কম্বোডিয়ায় এই হাতি পেয়েছে নতুন জীবন। কাভানকে নতুন জীবনে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পপ তারকা শের, যিনি এই হাতিটির মুক্তির জন্য আইনি দলের খরচ বহন করেছেন। প্রায় ৩৫ বছর ধরে নিম্নমানের জরাজীর্ণ একটি চিড়িয়াখানায় বন্দি ছিল কাভান।
২০১২ সালে সঙ্গীর মৃত্যুর পর থেকে নিঃসঙ্গ জীবনযাপন করছিল এটি। কম্বোডিয়ায় কাভানের আশ্রয় হয়েছে একটি সুরক্ষিত বন্যপ্রাণী অভয়াশ্রমে, যেখানে খোলা আকাশের নিচে আরও হাতির দল থাকে। হাতিটি উদ্ধার করে নতুন জীবন দিতে পারায় খুশি পপ তারকা শের। কাভানাকে কম্বোডিয়ায় নেওয়া উপলক্ষে তিনিও গিয়েছেন দেশটিতে।
সেখানে তিনি বলেন, আমি অত্যন্ত খুশি ও গর্বিত। কাভান এখন কম্বোডিয়ায়। এটি চমৎকার প্রাণী। একজন প্রাণী বিশেষজ্ঞ বিবিসিকে বলেছেন, পাকিস্তান থেকে যাওয়ার সময় কাভানের আচরণ ছিল একজন নিয়মিত ভ্রমণকারীর মতো। তাকে খুব একটা বিপর্যস্ত মনে হচ্ছিল না, বরং এটি খেয়ে বিমান ভ্রমণের সময় কিছুটা ঘুমিয়ে নিয়েছে।
সূত্র: বিবিসি