কাতারের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে কোনো গোল পায়নি বাংলাদেশ। এবার অ্যাওয়ে ম্যাচে স্কোরিংয়ের ওপর জোর দিয়েছেন কোচিং স্টাফরা। প্রধান কোচ জেমি ডে দলের সঙ্গে যোগ দেয়াটা ফুটবলারদের জন্য বাড়তি অনুপ্রেরণা। এমনটাই মনে করছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। এদিকে কাতারের বিপক্ষে সেরাটা দিতে মুখিয়ে আছে ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন।
কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে দুটি প্রস্তুতি ম্যাচে লড়াই করেই হেরেছে বাংলাদেশ। এবার লাল-সবুজ জার্সিধারীদের সামনে মূল ম্যাচের চ্যালেঞ্জ।
এর আগে ঢাকায় কাতারের কাছে ২-০ গোলে হেরেছিল জেমি ডের দল। সেই আক্ষেপ ভুলে ,প্রস্তুতি ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ইতিবাচক খেলায় প্রত্যয় ফুটবলারদের। যদিও কাতারের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে মেলেনি গোলের দেখা। তাই প্রতিপক্ষের মাঠে ম্যাচটিকে বেশ গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজম্যান্ট। এ লক্ষ্যে গোলের সুযোগ কাজে লাগানো নিয়ে আলাদা করে ঘাম ঝরিয়েছেন জীবন-সুফিলরা।
বাংলাদেশের জন্য সুখবর, প্রধান কোচ জেমি ডে বুধবার যোগ দিচ্ছেন দলের সঙ্গে। তাই ফুরফুরে মেজাজে সাদ-রহমত-ইয়াসিনরা। আপাতত জিম সেশন ও দলীয় অনুশীলন করে নিজেদের প্রস্তুত করছে ফুটবলাররা।
তারপরও বলের দখল নেয়ার পাশাপাশি আক্রমণাত্মক ফুটবলের ওপর জোর দেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। সেই সাথে গোলকিপারদের নিয়ে বেশ সিরিয়াস ছিলেন কোচ লেস ক্লিভলি। সবমিলিয়ে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচিং স্টাফরা।
জাতীয় ফুটবল দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস বলেন, জেমি দলের সঙ্গে যোগ দিচ্ছে। এটা ফুটবলারদের জন্য বাড়তি অনুপ্রেরণা। সবাই ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত। দুটি ম্যাচের ভুল গুলো নিয়ে কাজ করছি। মনোবল ও ফিটনেসের দিক দিয়ে ফুটবলাররা বেশ ইতিবাচক। আশা করছি ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।
এদিকে, কাতারে আসার পর প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পেরে বেশ উচ্ছ্বসিত নাবিব নেওয়াজ জীবন। ঘরের মাঠে নেপালের বিপক্ষে গোল পেয়েছিলো এই ফরোয়ার্ড। তাইতো এবার নিজের সেরাটা দিতে চান কাতারের বিপক্ষে ফিরতি ম্যাচেও।
জাতীয় ফুটবল দলের টিম ম্যানেজার আমের খান বলেন, আমরা এখানে দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলার পর যে সমস্যায় মুখোমুখি হয়েছিলাম। সে সমস্যাগুলো বের করে তার উপর প্র্যাকটিস করা হচ্ছে।
৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।