কিশোরগঞ্জের ভৈরবে নানা অনিয়মের অভিযোগে ৮টি প্যাথলজি সেন্টার ও হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ আদালত।
ভৈরব উপজেলা সহকারী কমিশনার ভূমি হিমাদ্রি খিসার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কিশোর কুমার ধর এবং ভৈরব থানা পুলিশের সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয় যে, অনুমোদনহীনভাবে প্যাথলজি ও ডেন্টাল হাসপাতাল পরিচালনা, প্যাথলজিস্ট না থাকা ও পরিবেশের ছাড়পত্র না থাকা সহ বিভিন্ন অনিয়ম পাত্তয়া যায়।
প্রাথমিক সতর্কতামূলকভাবে এ ৮টি প্রতিষ্ঠানের প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়।