নরসিংদীর মাধবদীতে নুরালাপুর বাজার সংলগ্ন একটি টেক্সটাইল মিলের পাশ থেকে বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মাধবদী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, নুরালাপুর বাজার সংলগ্ন রিফাত টেক্সটাইল মিলের পাশ থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত ওই নারীর বয়স ২৮ থেকে ৩০ বছর হতে পারে। তাদের ধারণা ২/৩ দিন আগে ওই তরুণীকে হত্যার পর লাশ গুমের উদ্দেশে বস্তাবন্দি করে ফেলে যাওয়া হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সৈয়দুজ্জামান জানান, মরদেহ পচে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কেউ পরিচয় নিশ্চিত করতে পারেননি। হত্যার প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে বলে জানান তিনি।