নোয়াখালীর জেলা শহর মাইজদীর হাসপাতাল রোড এলাকায় ইসলামী হাসপাতালের রেজিস্ট্রেশন না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে বন্ধের নির্দেশের পরও কার্যক্রম চালিয়ে যাওয়ায় সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সৌরভের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালের প্রধান ফটকে তালা লাগিয়ে সিলগালা করা হয়।
মেডিকেল অফিসার ডা. সৌরভ বলেন, সোমবার ইসলামী হাসপাতালে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ, হাসপাতালের অনলাইন রেজিস্ট্রেশন, ড্রাগ লাইসেন্স না থাকা, ১০ শয্যা হাসপাতালের জন্য জনবল না থাকা ও অব্যবস্থাপনাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত মালিকপক্ষের একরামুল মোমেনিন ও শাব্বির আহমেদ নামে দুই জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং হাসপাতালটিকে বন্ধ ঘোষণার জন্য নির্দেশনা দেন।
মেডিকেল অফিসার ডা. সৌরভ আরও জানান, লাইসেন্স না থাকায় হাসপাতালটিকে বন্ধ ঘোষণার জন্য নির্দেশনা দেওয়া হলেও তারা কার্যক্রম বন্ধ না করায় জেলা সিভিল সার্জনের নির্দেশে সিলগালা করা হয়েছে।