চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদ। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ নিয়ে বেশ সাবধানী বাভারিয়ান বস হ্যান্সি ফ্লিক। ওয়ান্ডা মেট্রোপলিট্রনে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত ২টায়। একই সময়ে আরেক জার্মান ক্লাব বরুশিয়া মনশ্যানগ্ল্যাডবাখের প্রতিপক্ষ ইন্টার মিলান।
বুন্দেস লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ। হ্যান্সি ফ্লিকের এই দলটা যে দূরন্ত-অপ্রতিরোধ্য। তবে মিউনিখে হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়েছে বহুগুণে। যাতে রীতিমতো বিপর্যস্ত বাভারিয়ান শিবির। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বাধা বলতে ওই অতটুকুই।
করোনাকালেও ছুটেই চলছে বায়ার্নের বাজির ঘোড়া। উড়তে থাকা এই দলটাকে থামাবে কে? প্রথম লেগে যে স্রোতে খড়কুটোর মতোন ৪-০তে ভেসে গেছে রোজি ব্লাঙ্কোরা। তবে সেই হারের পর খেলা ৮ ম্যাচের ৭টিতেই জিতে একটা বার্তাও দিয়ে রেখেছে সিমিওনে শিষ্যরা।
তবে পরিসংখ্যান কথা বলছে বায়ার্নের পক্ষে। বিশেষ করে ইউরোপিয়ান প্রতিযোগিতায় গত কয়েক বছর ধরে স্প্যানিশ প্রতিপক্ষের কাছে যেন জমদূত মিউনিখের রাজারা। এ ম্যাচেও ফেবারিটের তকমা থাকছে তাদের ওপরই।
ইনজুরি কেড়ে নিয়েছে অ্যাথলেটিকোর 'মানু সানচেজ, দিয়েগো কস্তা, সিমে ভার্জালস্কো, হেক্টর হেরেরাকে। কোভিড নেগেটিভ না আসায় এ ম্যাচেও থাকছেন না লুই সুয়ারেজ। অন্যদিকে বায়ার্ন মিস করবে কিমিচ, আলপানোসো ডেভিসকে।
বায়ার্ন মিউনিখের কোচ হ্যান্সি ফ্লিক বলেন, স্পেনের মাটিতে কোনও প্রতিপক্ষই সহজ নয়। অ্যার অ্যাথলেটিকোতো শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায়। কঠিন একটা ম্যাচই হতে যাচ্ছে আমাদের জন্য।
অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে বলেন, গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ফুটবলার নেই আমাদের। আপনি যখন জানেন প্রতিপক্ষ হিসেবে বায়ার্নের মতো দল আছে তখন কাজটা আরো কঠিন হয়ে যায়। তবে এর আগেও ছেলেরা কঠিন কাজ করে দেখিয়েছে।
এ দিকে বি গ্রুপের শীর্ষ দল বরুশিয়া মনশ্যানগ্ল্যাডবাখের বিপক্ষে ইন্টার মিলানের লড়াইটা টিকে থাকার। ৪ ম্যাচে দুই হারে আসর থেকে বিদায় প্রায় নিশ্চিত নেরাজ্জুরিদের। তার ওপর ইতালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে ১৯৭১ সালের পর আর হারেনি মনশ্যানগ্ল্যাডবাখ। তাইতো অনেকটা একপেশে লড়াই হলেও থাকবে না অবাক হওয়ার কিছুই।