সময়টা বেশ বাজেই যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। ঘরের মাঠেই ইংল্যান্ডের কাছে পরপর দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছে তারা। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে এবার সিরিজের শেষ টি-২০ তে মঙ্গলবার ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
বোলারদের ব্যর্থতায় বড় স্কোর গড়েও প্রথম টি-২০তে জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। রাবাদা-হেন্ডরিক্সরা ছিলেন বেশ খরুচে।
পরের ম্যাচে অবশ্য বোলাররা ছন্দে ফিরলেও বড় পুঁজি জোগাড় করতে ব্যর্থ ছিলো ফাফ ডু প্লেসি বাহিনী। ফলে নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা।
করোনায় দীর্ঘদিন পর মাঠে নেমে চেনা ছন্দ পাচ্ছে না প্রোটিয়ারা। তবে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর টিম দক্ষিণ আফ্রিকা।
এদিকে, প্রোটিয়ায় এসে দারুণ চলছে ইংলিশদের ব্যাটিং-বোলিং দুটোই। সেই ধারা সিরিজের শেষ ম্যাচেও রাখতে চায় মরগান বাহিনী। তবে ম্যাচটির আগে দলটা যে বেশ ফুরফুরে মেজাজে আছে সেটি বুঝাই যায়। ওয়ানডে সিরিজ শুরু করার আগে এই ম্যাচে ২-১জনকে বিশ্রামে রাখার আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট।