ইনজুরি থেকে কিছুটা ফিট হয়ে উঠেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সোমবার মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে কিছু সময় ব্যাটিং করেছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর এই ক্রিকেটার। সাইফউদ্দিনকে একাদশে পেতে মুখিয়ে আছে সতীর্থরা। এদিকে, সবশেষ ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরেছে রাজশাহী। তাই মোমেন্টাম ফিরে পেতে বেশ মনযোগী তারা। জানিয়েছেন দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
সোহান বলেন, ৬-৭ এ ব্যাটিং করলে আসলে খুব বেশি কিছু করা যায় না। তারপরও আমার কাছে ইম্পর্ট্যান্ট দলের জন্য অবদান রাখা।
লোয়ার অর্ডারে ব্যাটিং করলেও দলের হয়ে কিছু অবদান তো রাখতেই পারছেন নুরুল হাসান সোহান। কিন্তু, যাকে নিয়ে এতো আশা মিনিস্টার গ্রুপ রাজশাহীর, সেই সাইফউদ্দিনের এখনও নামা হয়নি মাঠে। অনুশীলনে পাওয়া ইনজুরি এখনো কাটিয়ে উঠতে পারেননি। তবে, আগের চেয়ে অবস্থা যে ভালো, সেটা বোঝা যায়। চোট পাওয়ার পর এই প্রথম ব্যাটিংয়ে নেমেছেন পেস বোলিং অলরাউন্ডার।
তার সতীর্থ নুরুল হাসান সোহান বলেন, সাইফুদ্দিনের মতো একটা প্লেয়ার টিমের জন্য খুব ইম্পর্ট্যান্ট। হোপ ফুলি ওকে আমরা টুর্নামেন্টের মাঝখানে পাবো। সে আসলে আমাদের টিমটা আরো ব্যালেন্সড হবে।
যদিও সাইফউদ্দিন ম্যাচ খেলার মতো ফিট নন এখনও। গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে বিগ ম্যাচেও তাকে একাদশে পাওয়া যাবেনা। প্রথম ২ ম্যাচ জেতা দলটা সবশেষ ম্যাচে হারিয়েছে ছন্দ। আবারও ট্র্যাকে ফেরার উপায় খুঁজছে সারোয়ার ইমরানের শিষ্যরা।
সোহান বলেন, ৭-৮টা ম্যাচের মতো আছে। এখানে মোমেন্টামটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা চেষ্টা করবো ম্যাচ জিতে আবারো নিজেদের মোমেন্টামটা ফিরিয়ে আনতে।
চলমান বঙ্গবন্ধু কাপের উদ্বোধনী ম্যাচে ২০ বলে ৩৯ রানের ইনিংস খেলেছিলেন সোহান। সবমিলিয়ে দলের ব্যাটিংটা খারাপ হচ্ছেনা। তবে, বোলিংটা হচ্ছেনা আশানুরূপ। প্লে অফের রেইসে টিকে থাকতে যা নিয়ে ভাবতে হবে রাজশাহীর টিম ম্যানেজমেন্টকে।