কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের কঠিন পরীক্ষায় নামার আগে সুখবর পেল বাংলাদেশ ফুটবল দল। করোনা ফলাফল নেগেটিভ হওয়ায় দলের সঙ্গে শিগগিরই যোগ দেবেন হেড কোচ জেমি ডে। তার উপস্থিতিতে দল আত্মবিশ্বাস ফিরে পাবে বলে মনে করেন ফুটবলাররা। প্রস্তুতি ম্যাচ দু'টোর একটিতেও জেতা হয়নি। তারপরও কাতারের বিপক্ষে বিশ্বকাপের প্রাক বাছাইপর্বে ভালো করার প্রত্যাশা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ লেস ক্লিভেলির। দিনদিন জামাল ভূঁইয়ারা তাদের হারানো ফর্ম ফিরে পাচ্ছে বলে জানান তিনি।
কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে অন্তত একটি জয় আত্মবিশ্বাস বাড়াতে পারতো জামাল ভূঁইয়াদের। কিন্তু আফসোস, কাতারের দুই ক্লাবের বিপক্ষেও জয়ের দেখা মেলেনি বাংলাদেশের। তাইতো মূল ম্যাচের আগে বাড়তি অনুশীলনে ব্যস্ত জেমি ডে'র দল।
করোনার কারণে বেশ কিছুদিন মাঠে অনুশীলন করা হয়নি বাংলাদেশের। হাতেগোনা কয়েকদিন অনুশীলন করে নেপালের বিপক্ষে ঘরের মাটিতে জয় আর ড্র'য়ে আত্মবিশ্বাস যা একটু ফিরে এসেছিলো তাও এখন নেই। তার ওপর প্রধান কোচ জেমি ডের করোনা পজিটিভ হওয়ায় এতদিন তাকে পায়নি দল। তাই তার অভাব কিছুটা হলেও টের পেয়েছেন মামুনুলরা। তবে, বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে, সোমবার করোনা টেস্টে ফলাফল নেগেটিভ এসেছে কোচ জেমি ডে'র। ফলে দ্রুতই মূল কোচ যোগ দেবেন দলের সঙ্গে।
জাতীয় দলের অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলাম বলেন, আমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। জেমি দলের সঙ্গে যোগ দিলে সবার আত্মবিশ্বাস আরো বাড়বে।
জিম সেশন, একক অনুশীলন ও দলীয় অনুশীলন। কঠোর অধ্যবসায়ের মাধ্যমে ধীরে ধীরে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ। কোচরাও সন্তুষ্ট দলের বর্তমান ফর্ম নিয়ে। তাইতো গোলরক্ষক কোচ লেস ক্লিভেলি মনে করেন, কাতারের বিপক্ষে ম্যাচে ভালো কিছু করা অসম্ভব কিছু নয়।
ক্লিভেলি বলেন, বাংলাদেশ দল দিনদিন তাদের হারানো ফর্ম ফিরে পাওয়ার চেষ্টা করছে। জিম সেশনের পর প্রতিটি ফুটবলারকে আলাদা অনুশীলন করানো হচ্ছে। সেখানে ভুলত্রুটিগুলো শুধরে নেয়ার চেষ্টা করছে তারা। আশা করছি কাতারের বিপক্ষে ম্যাচে ভালো কিছুই হবে।
৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।