মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া মৎস্য আড়তে ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছে ২৪ কেজি ১শ’ গ্রাম ওজনের বাঘাআইড় মাছ। সোমবার (৩০ নভেম্বর) শরীয়তপুরের পদ্মায় জেলে জাকিরের জালে ধরা পড়ে বিরল প্রজাতির সুস্বাদু এই মাছ।
এ সময় মাছটি তিনি মাওয়া মৎস্য আড়তে এনে ডাকের মাধ্যমে ৩৩ হাজার টাকায় বিক্রি করেন পাইকারি বিক্রেতা মো. রাজিব মৃধার কাছে। তিনি ২৪ কেজির মাছটি ১ হাজার টাকা লাভে ৩৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছ বিক্রি করেন রাজিব।
মাওয়ার নাদিম মৎস্য আড়তের মালিক মো. জালাল মিয়া জানান, এত বড়ো সাইজের বাঘাআইড় মাছ সচরাচর পদ্মায় মেলে না। মাছটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে গিয়েছিল।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ ধৃত মাছটি সম্পর্কে জানান, সাধারণত বাঘাআইড় মাছের গায়ের রঙ সাদা সাদা হয়। কিন্তু এ মাছের রঙ গাড় কালো এবং মাথাটি বেশ মোটা। ছোট থাকা অবস্থায় মাছটি মাথায় আঘাত পেয়ে থাকতে পারে, যার কারণে এর মাথা মোটা হয়েছে। আর এ জন্যই হয়তো স্থানীয়রা একে বিরল মাছ হিসেবে আখ্যায়িত করছেন।