পাবনায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হলো 'নিউক্লিয়ার ডে'। বেলুন ও পায়রা উড়িয়ে সোমবার (৩০ নভেম্বর) সকালে কর্মসূচির উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
এসময় প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, A S E-এর ভাইস প্রেসিডেন্ট সের্গেইলাস তোচকিন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য প্রকৌশলী আব্দুস সালামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে ঈশ্বরদী পৌরসভারয় এক সেমিনার অনুষ্ঠিত হয়।
২০১৭ সালের এই দিনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ দিয়ে বিশ্ব নিউক্লিয়ার ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ। এরপর প্রতিবছর ৩০ নভেম্বরকে 'নিউক্লিয়ার ডে' হিসেবে পালন হয়।