গাজীপুরের কালিয়াকৈর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শতাধিক মুদি ও টঙ দোকানের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীর আলম বলেন, সাড়ে পাঁচটায় বাজারের একটি মুদির দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পার্শ্ববর্তী অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর, মির্জাপুরসহ আশপাশের পাঁচটি ইউনিট প্রায় একঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।