টলিউড শ্রুতি দাস। যাকে দুই বাংলার মানুষ ‘ত্রিনয়নী’ হিসেবেই চিনেন। মূলত ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেই আলোচিত তিনি। সম্প্রতি শেষ হয়েছে ধারাবাহিকটি। তবে এখনো আলোচনায় শ্রুতি।
সম্প্রতি মেকআপ আর্টিস্টের গালে চুমু খেয়ে বেশ কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসুবকে আইডিত শেয়ার করেছিলেন শ্রুতি। তারপরই নেটিজেনদের কটু আক্রমণের মুখে পড়েন এ অভিনেত্রী।
ইউটিউবেও এ নিয়ে রসালো কন্টেন্ট তৈরি করেছে অনেকে। এগুলো চোখ এড়ায়নি শ্রুতির। সমালোচকদের বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ করেছেন তিনি। রোববার (২৯ নভেম্বর) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে প্রতিবাদ করেছেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আপনারা তো মনে করেন মফস্বল থেকে উঠে এসে ডিরেক্ট একটা সিরিয়ালের লিড পাওয়া মানেই সেখানে দুনম্বরী কোনো গল্প আছেই। আপনারা তো মনে করেন ইন্ডাস্ট্রির মানুষজন মা বাবা স্বামী সন্তান ছাড়া কাউকে গালে হামি খেয়ে ছবি দেওয়া মানেই ‘এই মেয়েটা তো এই করেই কাজ পায় এবং পাবে’। আগে বিবো (আমার ভাতৃতুল্য কলিগ)-এর গালে হামি খাওয়া ছবি নিয়েও নিউজ হয়েছিল, আজ সোহম (ভাতৃসম কলিগ)-এর গালে হামি খেয়ে ছবি দেওয়ায় সেটা নিয়ে এমন ভাবে লেখালেখি হল ‘শ্রুতি দাস কি খাচ্ছেন’ যেন খাওয়ার জিনিসের বদলে হামি খেয়ে বেড়াই। আর ভিতরে আমার আইসক্রিম খাওয়ার কন্টেন্ট।’
স্ট্যাটাসে শ্রুতি আরও লিখেন, ‘বলছি শেষ কবে থাপ্পড় খেয়েছেন? নাকি সামনে এসে এক্সপিরিয়েন্স করার ইচ্ছা হয়েছে আবার! নিন এটা নিয়েও রসালো খবর করুন ‘বিস্ফোরক ত্রিনয়নীর নয়ন ওরফে শ্রুতি দাস-চুমু খাওয়া নিয়ে একি বললেন?’