শীর্ষ বিজ্ঞানী খুন হওয়ার পর, পরমাণু কর্মসূচি আরও বেগবান করার আহ্বান জানিয়েছেন ইরানের আইন প্রণেতারা। এর আগে একই দাবি জানিয়েছিল দেশটির সাধারণ মানুষ। এদিকে পরমাণু বিজ্ঞানী মোহসীন ফাখরিজাদেকে হত্যার পর সৃষ্ট উত্তেজনার জন্য গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার সাধারণ মানুষের পর, সোমবার রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়, আততায়ীদের হাতে খুন হওয়া পরমাণু বিজ্ঞানী মোহসীন ফাখরিজাদেকে। এতে দেশটির সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
ফাখরিজাদকে যখন শেষ বিদায় দেওয়া হচ্ছে, তখনো তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল ইরান। সোমবার দেশটির পার্লামেন্টের জরুরি অধিবেশনে আইন প্রণেতারা হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।
আরো পড়ুন: ক্ষমতা ছাড়ার আগমুহূর্তে কেন কাতার-সৌদি যাচ্ছেন ট্রাম্পের জামাতা?
ইরানি পার্লামেন্ট, স্পিকার বাঘের গালিবাফ বলেন, ‘শত্রুরা কোনো অবস্থাতেই ক্ষমা পাবে না। তারা যে ভুল করেছে তার জবাব খুব শিগগিরই তারা পাবে।’
এদিকে প্রথমে নীবর থাকলেও, এবার ইরানি বিজ্ঞানী ফাখরিজাদেকে হত্যার বিষয়ে মুখ খুললো যুক্তরাষ্ট্রের মিত্র যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমেনিক রাব বলেন, ‘আমরা পরিস্থিতির দিকে গভীর লক্ষ্য রাখছি। একইসঙ্গে উত্তেজনা যাতে ছড়িয়ে না পড়ে, তাও নজর রাখছি। আশা করবো এই ইস্যুতে ইরান যেন আবারও পরমাণু কর্মসূচি শুরু না করে। তবে ইরানি বিজ্ঞানী হত্যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।’
যুক্তরাজ্য ছাড়াও বিশ্বের অন্যান্য দেশও ইরানি পরমাণু বিজ্ঞানী হত্যার প্রতিবাদ অব্যাহত রেখেছে।