দেশে প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাইরের অসচেতনতার কারণে ভয়াবহ হচ্ছে হাসপাতালের করোনা পরিস্থিতি। জ্বর ঠাণ্ডাজনিত রোগীর চাপে হিমশিম অবস্থা বহির্বিভাগেও। পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বাড়ানো এবং হাসপাতাল ব্যবস্থাপনায় আরও তৎপর হওয়ার কথা বলছে স্বাস্থ্য অধিদফতর।
সরোজমিনে দেখা গেছে, ১০০ গজের মধ্যেই করোনা হাসপাতাল। অথচ জীবন এখানে অনেকটাই স্বাভাবিক। মহামারি এই ভাইরাসে ভয় নেই। অপরদিকে হাসপাতালে বেড়েই চলছে কোভিড রোগীর সংখ্যা। অক্টোবরেও যেখানে ঢাকা মেডিকেলে করোনা ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা ছিল সাড়ে ৪০০ থেকে ৫০০। চলতি মাসে তা আবারো ৬শ’র কোটায়। আর গত দুই সপ্তাহে এই সংখ্যা সাড়ে ছয় থেকে ৭০০।
অন্যদিকে বহির্বিভাগেও বাড়ছে জ্বর ঠাণ্ডা কাশির রোগী। সেখানেও ঘাটতি আছে সচেতনতার।
হাসপাতালে চিকিৎসা নিতে এক রোগী জানান, অনেক্ষণ মাস্ক পরে ছিলাম-তো থাকা যায় না কষ্ট হয়। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও বাড়তি চাপ ভোগাচ্ছে হাসপাতালগুলোকে।
আরও পড়ুন: করোনা আক্রান্ত মুজাহিদুল ইসলাম সেলিম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. মামুনুর রশিদ বলেন, আমাদের এখানে প্রচুর রোগী আসেন। এত রোগী আসেন অনেক সময় হিমশিম খেতে হয়। বেশির ভাগই জ্বর, কাশি ও ঠাণ্ডাজনিত সমস্যা ভুগছেন।
এদিকে স্বাস্থ্য অধিদফতর বলছে, পরিস্থিতি বিবেচনায় নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ডা. মো. হাবিবুর রহমান বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউকে সামনে রেখে আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তবে সব ব্যবস্থার পরও সচেতনতার ওপরই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।