মালয়েশিয়ার জহুর প্রদেশের জালান তেব্রাউয়ের একটি হাইওয়েতে এক মালয়েশিয়ান যুবক (৩৯) কে রাস্তায় ফেলে লোহার রড দিয়ে বেধড়ক পেটানো সেই যুবক একজন ইরাকি নাগরিক এবং তাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় জনগণের তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ার জহুর প্রদেশের জালান তামান শ্রী তেবারাউ এলাকা থেকে সেই ইরাকি নাগরিককে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।
জোহর বারু সেলাতান (জেবিএস) জেলা পুলিশ প্রধান এসিপি পাজলি মোহাম্মদ জাইন জানান, গ্রেফতারের সময় ইরাকি নাগরিকের কাছে দেশটিতে বসবাসের বৈধ কোন কাগজপত্র পাওয়া যায় নি। এসময় পুলিশ জানায় ওই মারধরের ঘটনায় কোনো বাংলাদেশীর সম্পৃক্ততা পাওয়া যায় নি।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর একজন মালয়েশিয়ান নাগরিককে রাস্তায় ফেলে লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে দেখা যায় ওই যুবক'কে। এ ঘটনায় ওই মালয়েশিয়ান মারাত্মকভাবে আহত হন।
স্থানীয় পুলিশ ভাইরাল হওয়া ভিডিওটি দেখে সন্দেহভাজন ৩০ বছর বয়সী এক বাংলাদেশি যুবকের তথ্য চেয়ে ০৭-২১৮২৩২৩ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান। যা পরে মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বাংলাদেশী অবহিত করে খবর প্রকাশ করা হয়।