কাতার ম্যাচের আগে ইনজুরি হানা দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা ও ইয়াসিন খানের চোটে চিন্তিত টিম ম্যানেজম্যান্ট। তবে দুজনই দ্রুত সেরে উঠবেন বলে আশাবাদ জানিয়েছেন ফিজিও আন্দ্রে জুয়ান কার্লে। এদিকে চোখের ওপরের অংশ চোট পেলেও, কাতার ম্যাচের আগেই শতভাগ ফিট হয়ে উঠবেন প্রত্যাশা ডিফেন্ডার ইয়াসিন খানের।
বিশ্বকাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে আগামী ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মূল ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে এরই মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জামাল ভুইঁয়ারা। যদিও দুটি ম্যাচেই লড়াই করেও, শেষ পর্যন্ত হেরে যায় লাল-সবুজরা।
আরও পড়ুন: গুরুতর ইনজুরিতে মুমিনুল
দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর, রোববার (২৯ নভেম্বর) বিশ্রামে ছিল বাংলাদেশ দল। তবে টিম হোটেলে সুইমিংয়ের পাশাপাশি বল নিয়ে হালকা ওয়ার্ম আপ করেন সুফিল-সাদ-রায়হানরা। সেই সাথে দলের সাথে ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন যোগ দেয়ায় ফুরফরে মেজাজে দেখা যায় লাল-সবুজ জার্সিধারীদের।
তবে শনিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডার ইয়াসিন খান চোখের ওপরের অংশে চোট পান। ম্যাচ শেষে হাসাপাতাল নিয়ে তাকে দেয়া হয় চারটি সেলাই। ইয়াসিনের সঙ্গে আরেক ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরাও ইনজুরিতে পড়েছেন। তবে দুজনই দ্রুত সেরে উঠবেন বলে আশাবাদ জানিয়েছেন ফিজিও আন্দ্রে জুয়ান কার্লে।
জাতীয় ফুটবল দলের ফিজিও আন্দ্রে জুয়ান কার্লে বলেন, সবাইকে ভালই দেখছি। ফুটবলাররা ভালো অনুভব করছে। ইনজুরি থেকে ফিরে দ্বিতীয় ম্যাচে ভালো খেলেছে জীবন। তবে পেশিতে ছোট পেয়েছে সুশান্ত আর ইয়াসিনের চোখে সেলাই লেগেছে। আশা করছি দুজনই কাতার ম্যাচের আগে দ্রুত সেরে উঠবে।
চোখের ওপরের অংশ চোট পেলেও, কাতার ম্যাচের আগেই শতভাগ ফিট হয়ে উঠবেন। প্রত্যাশা ডিফেন্ডার ইয়াসিন খানের।
জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার ইয়াসিন খান বলেন, দুটি প্রস্তুতি ম্যাচ আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। কোচ সবাইকে পরখ করে দেখেছে। সবার ফিটনেসের অবস্থা মোটামুটি ভালো। চোখের ওপর ভ্রুতে আঘাত পেয়ে চারটা সেলাই লেগেছে। সবাই দেয়া করবেন। যেনো সুস্থ হয়ে চার তারিখের ম্যাচ খেলতে পারি।
এদিকে, প্রস্ততি ম্যাচে হারলেও, দুটি ম্যাচ থেকে শিক্ষা নিয়ে কাতারের বিপক্ষে সেরাটা দিতে দল প্রস্তুত বলে জানান ইয়াসিন খান।