চাঁদপুরের ফরিদগঞ্জে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার ধানুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা সিএনজিচালিত অটোরিক্শার চালক দেলোয়ার পাটোয়ারী (৩০)। আহতরা একই পরিবারের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদগঞ্জে বিয়ে বাড়িতে দাওয়াত শেষে সিএনজিচালিত অটোরিক্শায় আব্দুল মালেকের পরিবার চাঁদপুরে যাচ্ছিলেন। সিএনজিচালিত অটোরিক্শা ধানুয়া এলাকায় পৌঁছালে চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া শাহ সিমেন্টের কার্ভাডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিক্শার চালক নিহত হন।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক, তিন আরোহীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় জড়িত কার্ভাডভ্যানটি আটক করেছে পুলিশ। তবে ভ্যানটির চালক পালিয়ে গেছে বলে জানান, ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ।