নেত্রকোনার দুর্গাপুরে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মিলনা বেগম (৪৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন মিলনার স্বামী ওই অটোরিকশা চানু মিয়া।
শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার কৃষ্ণেরচর নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চালক চানু মিয়াকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে কৃষ্ণেরচর বাজারে ছবি তুলতে আসেন চানু মিয়া ও তার স্ত্রী মিলনা। ছবি তোলা শেষে নিজেদের অটোতে করে বাড়ি ফেরার পথে বিপরীত থেকে আসা বালু বোঝাই একটি ড্রাম ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। নিহত মিলনা বেগম সড়কের ওপর পড়ে যান এবং ট্রাকটি তার মাথার ওপর দিয়ে চলে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি শাহানুর আলম জানান, ট্রাকটি আটক করা হয়েছে। পলাতক চালককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।