ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় হেলাল মিয়া (৩০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সকালে সরাইল-অরুয়াইল সড়কের রসুলপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল সরাইল উপজেলা সদর ইউনিয়নের পাঠানপাড়ার আব্দুল রশিদের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে অটোরিকশায় রাজমিস্ত্রী হেলাল পেশাগত কাজে রসুলপুর যাচ্ছিলেন। কাজে যাওয়ার পথে রসুলপুরের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রাজমিস্ত্রি হেলাল। পরে দ্রুত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে হেলাল তার একটি মেয়ে ও ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। মাথায় আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।