দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুর গ্রামে অদ্ভূত এক বাছুরের জন্ম হয়েছে। সদ্য জন্ম নেওয়া বাছুরটির মাথা দুটি, মুখও দুটি, আর চোখ চারটি। দুই মুখ দিয়েই দুধ পান করছে বাছুরটি। বিরল এই বাছুরটি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে আসছেন।
জানা যায়, শনিবার সন্ধ্যায় এই বাছুরটির জন্ম হয়। গরুর মালিক মোসলেম উদ্দিন বলেন, তার বাড়িতে মোট ১৫টি গরু আছে। এর মধ্যে ১০টি দেশি ও ফ্রিজিয়ান জাতের পাঁচটি। ফ্রিজিয়ান জাতের একটি গাভির বাছুর হয়েছে। সেই বাছুরের দুটি মাথা, মুখ দুটি ও চোখ চারটি।
মোসলেম উদ্দিন আরও বলেন, ‘এপ্রিল মাসের শেষে গরুটি ডাক দিলে ডাক্তার দেখাই। সাধারণত গাভিন হওয়ার ৯ মাস পরে বাচ্চা হয়। কিন্তু সাত মাসের মধ্যেই বাচ্চা হয়ে গেল। গরুর এমন বাছুর জন্মাতে পারে, তা স্বপ্নেও ভাবিনি। ফ্রিজিয়ান জাতের বাছুরটির জন্মের পর থেকে কিছুটা দুর্বল। তবে বাছুরটি এখন পর্যন্ত জীবিত আছে।’
এলাকাবাসী বলছেন, এটি একটি বিরল ঘটনা। এ ধরনের ঘটনা আগে কখনো দেখেননি তারা। আসল মাথা কোনটি, কোন মুখ দিয়ে ঘাস খাবে বাছুরটি এই নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা।