বাগেরহাটে তিন মাসের শিশু অপহরণের পর হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার (২৯ নভেম্বর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নূরে আলম এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১১ মার্চ বাবা-মায়ের পাশ থেকে ঘুমন্ত অবস্থায় শিশু আব্দুল্লাহকে চুরি করে নেয় একটি চক্র। পরে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়েরের পর হৃদয় নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে ১৭ মার্চ বিশারীঘাট এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত আরো দুই আসামিকে গ্রেফতার করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ (রোববার) আসামি হৃদয়, মহিউদ্দিন ও ফয়জুলকে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।