একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সরোদবাদক ওস্তাদ শাহাদাত হোসেন খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।
শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর।
ওস্তাদ শাহাদাত হোসেন খানের মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।
করোনায় আক্রান্ত হয়ে ১২ দিন আগে হাসপাতালে ভর্তি হন শাহাদাত হোসেন। প্রথমে কিছুটা সুস্থ হলেও পরে অবস্থার অবনতি হয়।
শাহাদাত হোসেন খান ১৯৫৮ সালের ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা ওস্তাদ আবেদ হোসেন খান ছিলেন প্রখ্যাত উচ্চাঙ্গসংগীতশিল্পী ও সেতারবাদক।