কিশোরগঞ্জে সিএনজি চালিত অটোরিকশায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে মা ও মেয়ে গুরুতর দগ্ধ হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল গেটের সামনে এ বিস্ফোরণ ঘটে।
দগ্ধ অটোরিকশা যাত্রী মা লতিফা ও মেয়ে লিমাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহতরা জেলার কটিয়াদী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা প্রবাসী সাঈদুর রহমানের স্ত্রী ও মেয়ে।
পুলিশ জানায়, লতিফা অসুস্থ থাকায় তাকে নিয়ে তার মা ও দুই মেয়ে অটোরিকশায় কটিয়াদী থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালের প্রধান গেটের সামনে পৌঁছার পর হঠাৎ করে অটোরিকশাটিতে আগুন লেগে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
অটোরিকশায় থাকা পরিবারের চার সদস্যের মধ্যে লতিফা ও তার মেয়ে লিমার পা পুড়ে যায়। অন্য দুজন সামান্য আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।