সিরাজগঞ্জের কামারখন্দে পুকুরে অর্ধগলিত অবস্থায় রহিমা খাতুন নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রোববার (২৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলা মৎস্য অফিসের পেছনের পুকুরে স্থানীয়রা বৃদ্ধার লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ওই বৃদ্ধা মানসিক রোগী এবং কয়েক দিন আগে থেকে নিখোঁজ ছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি ডায়েরি করা হয়েছিল। ময়নাতদন্তের পর বৃদ্ধার মৃত্যুর কারণটি জানা যাবে।