আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরমেট। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি। এর বাইরেও আছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। স্বভাবতই ক্রিকেটারদের দম ফেলার ফুরসত নেই। সারা বছরই ব্যস্ততায় কাটে ক্রিকেটারদের।
খেলা থাকলে সব ক্রিকেটারই ব্যস্ত হয়ে পড়েন। তবে কয়েকজনের ব্যস্ততা একটু বেশিই থাকে। এই দশকের সবচেয়ে ব্যস্ততম ক্রিকেটার খুঁজে বের করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

তাদের দেয়া তথ্যমতে, চলতি দশকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ব্যস্ততম ক্রিকেটার ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ২০১০ সালের শুরু থেকে ৬৬৮ দিন আন্তর্জাতিক ম্যাচে মাঠে ছিলেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। যার মধ্যে টেস্টে ৩৩৬, ওয়ানডেতে ২২৭ ও টি-টোয়েন্টিতে ৭৫দিন মাঠে কাটিয়েছেন কোহলি।

তালিকার দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলা ম্যাথিউস। সর্বমোট ৬০৮ দিন আন্তর্জাতিক ম্যাচ খেলায় মাঠে কাটিয়েছেন তিনি। টেস্টে ৩৫২ দিন, ওয়ানডেতে ১৯৬, টি-টোয়েন্টিতে ৬০ দিন মাঠে কাটিয়েছেন ম্যাথিউস।

এ ছাড়া তালিকার তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। টেস্টে সর্বোচ্চ ৪৯১ দিন মাঠে কাটিয়েছেন তিনি। সবমিলিয়ে চলতি দশকে ৫৯৩ দিন মাঠে ছিলেন ব্রড।
তালিকার চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের রস টেইলর ৫৭১ ও ইংল্যান্ডের জো রুট কাটিয়েছেন ৫৬৮ দিন।