বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি আবদুস সুবহান। বক্তব্য রাখেন, মোজাম্মেল হক রাব্বী, সোয়েব খান, মোহাম্মদ আলীসহ অনেকে।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শেষে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এক বিক্ষোভ মিছিল চৌমুহনা এলাকা পরিদর্শন করে। সভায় বক্তারা কটূক্তিকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইন প্রয়োগের ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান জানান।