দেশে বাড়তে শুরু করেছে শীত। উত্তরাঞ্চলে রীতিমতো শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শেষরাত থেকে ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। আর রাজারহাটে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
এদিকে রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।